top of page

নব নির্মিত কেন্দ্রীয় সরকারের নতুন মন্ত্রক বন্টন, সুকান্ত পেলেন জোড়া মন্ত্রক, শান্তনু জাহাজেই




১০ জুন, ২০২৪: সোমবার তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল যে কোন মন্ত্রীকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে। অধিকাংশ মন্ত্রীই তাঁদের পুরনো মন্ত্রকে বহাল রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে থাকছে- কর্মীবর্গ, জনসাধারণের অভিযোগ, অবসরকালীন ভাতা, পারমাণবিক শক্তি এবং মহাকাশ মন্ত্রক।



ক্যাবিনেট


প্রতিরক্ষা মন্ত্রক- রাজনাথ সিং

স্বরাষ্ট্র মন্ত্রক- অমিত শাহ

অর্থ মন্ত্রক- নির্মলা সীতারম

সড়ক পরিবহণ মন্ত্রক- নীতিন গড়করি

বিদেশ মন্ত্রক- এস জয়শংকর

কৃষি মন্ত্রক- শিবরাজ সিং চৌহ্বান

ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক- জিতন রাম মাঝি

নগরোন্নয়ন ও বিদ্যুৎ- মনোহর লাল খট্টর

স্বাস্থ্য মন্ত্রক- জেপি নাড্ডা

মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক- অন্নপূর্ণা দেবী

বন্দর, জাহাজ এবং জল পরিবহণ মন্ত্রক- সর্বানন্দ সনোওয়াল

শিক্ষা মন্ত্রক- ধর্মেন্দ্র প্রধান

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক- রামমোহন নাইডু

রেল এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রক- অশ্বিনী বৈষ্ণব

টেলিকম এবং উত্তর পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রক- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বাণিজ্য মন্ত্রক- পীযূষ গোয়েল

ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রক- এইচ ডি কুমারস্বামী

শিক্ষা মন্ত্রক- ধর্মেন্দ্র প্রধান

পঞ্চায়েত, মৎস্য ও পশু প্রতিপালন এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ মন্ত্রক- লালন সিং

সামাজিক ন্যায় মন্ত্রক- বীরেন্দ্র কুমার

ক্রেতা সুরক্ষা মন্ত্রক- প্রহ্লাদ জোশী

আদিবাসী বিষয়ক মন্ত্রক- জুয়াল ওরাম

বস্ত্র মন্ত্রক- গিরিরাজ সিং

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন- ভূপেন্দ্র যাদব

সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রক- গজেন্দ্র সিং শেখাওয়াত

সংখ্যালঘু বিষয়ক এবং সংসদীয় বিষয়ক মন্ত্রক- কিরেণ রিজিজু

পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক- হরদীপ সিং পুরী

শ্রম এবং যবকল্যাণ ও ক্রিড়া মন্ত্রক- মনসুখ মান্ডব্য

খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক- চিরাগ পাসওয়ান

কয়লা ও খনি মন্ত্রক- জি কিষাণ রেড্ডি

জলশক্তি মন্ত্রক- সি আর পাটিল





রাষ্ট্রমন্ত্রী


জাহাজ রাষ্ট্রমন্ত্রী- শান্তনু ঠাকুর

বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী- শ্রীপদ নায়েক

সড়ক পরিবহণ রাষ্ট্রমন্ত্রী- অজয় তামটা, হর্ষ মালহোত্রা

ক্ষুদ্র ও মাঝারি শিল্প রাষ্ট্রমন্ত্রী- শোভা করন্দলাজে

শিক্ষা এবং উত্তর ভারত উন্নয়ন মন্ত্রক রাষ্ট্রমন্ত্রী- সুকান্ত মজুমদার

বাণিজ্য ও শিল্প এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী- জিতিন প্রসাদ

অর্থ রাষ্ট্রমন্ত্রী- পঙ্কজ চৌধুরী

কোঅপারেশন রাষ্ট্রমন্ত্রী- কৃষ্ণণ পাল

সামাজিক ন্যায় এবং উন্নয়ন- রামদাস আঠাওয়ালে

কৃষি রাষ্ট্রমন্ত্রী- রামনাছ ঠাকুর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী- নিত্যানন্দ রাই

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, রাসায়নিক ও সার- অনুপ্রিয়া প্যাটেল

জলশক্তি ও রেল রাষ্ট্রমন্ত্রী- ভি সোমান্না

গ্রামোন্নয়ন এবং যোগাযোগ রাষ্ট্রমন্ত্রী- চন্দ্রশেখর পেম্মাসানি

মৎস্য, পশু প্রতিপালন, দুগ্ধ প্রক্রিয়াকরণ এবং পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী- এস পি সিং বাঘেল

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং বিদেশ রাষ্ট্রমন্ত্রী- কীর্তিবর্ধন সিং

ক্রেতা সুরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ, সামাজিক ন্যায় ও উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী- বিএল বর্মা

পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাল, পর্যটন রাষ্ট্রমন্ত্রী- সুরেশ গোপী

তথ্য ও সম্প্রচার, সংসদীয় বিষয় রাষ্ট্রমন্ত্রী- এল মুরুগণ

স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী- বন্দি সঞ্জয় কুমার

গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী- কমলেস পাসওয়ান

কৃষি রাষ্ট্রমন্ত্রী- ভগীরত চৌধুরী

কয়লা ও খনি রাষ্ট্রমন্ত্রী- সতীশ চন্দ্র দুবে

প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী- সঞ্জয় শেঠ

খাদ্য প্রক্রিয়াকরণ ও রেল রাষ্ট্রমন্ত্রী- রভনীত সিং বিট্টু

আদিবাসী বিষয়ক রাষ্ট্রমন্ত্রী- দুর্গাদাস

যুবকল্যাণ ও ক্রিড়া রাষ্ট্রমন্ত্রী- রক্ষা নিখিল খাদসে

মহিলা ও শিশুকল্যাণ রাষ্ট্রমন্ত্রী- সাবিত্রী ঠাকুর

আবাসন ও নগোরায়ন রাষ্ট্রমন্ত্রী- তোখান সাহু

জলশক্তি রাষ্ট্রমন্ত্রী- রাজভূষণ চৌধুরী

ভারী শিল্প এবং ইস্পাত রাষ্ট্রমন্ত্রী- ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা

ক্রেতা সুরক্ষা, খাদ্য প্রক্রিয়াকরণ রাষ্ট্রমন্ত্রী- নিম্বুবেন জয়ন্তিভাই বোম্ভানিয়া

কোঅপারেশন এবং অসামরিক বিমান পরিবহণ রাষ্ট্রমন্ত্রী- মুরলিধর মোহল

সংখ্যালঘু বিষয়ক, মৎস্য ও পশু প্রতিপালন এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ রাষ্ট্রমন্ত্রী- জর্জ কুরিয়ন

বিদেশ, বস্ত্র রাষ্ট্রমন্ত্রী- পবিত্র মার্ঘেরিটা




স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী


পরিসংখ্যান ও পরিকল্পনা বাস্তবায়ন এবং সংস্কৃতি মন্ত্রক- রাও ইন্দরজিৎ সিং

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রক- জিতেন্দ্র সিং

আইন মন্ত্রক- অর্জুন রাম মেঘওয়াল

আয়ূস, স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রক- যাদব প্রতাপ রাও

দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ মন্ত্রক- জয়ন্ত চৌধুরী








প্রথম বার কেন্দ্রে মন্ত্রী হয়েই জোড়া দায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মদুমদার। সুকান্তকে শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে নরেন্দ্র মোদীর গত মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। এ বারও তাঁর মন্ত্রক বদলাল না। প্রথম বার প্রতিমন্ত্রী হয়েই জোড়া দফতরের দায়িত্ব পেলেন সুকান্ত। সেই নিরিখে শান্তুনুর থেকে সুকান্ত গুরুত্বে কিছুটা এগিয়ে রইলেন বলেই বলছেন অনেকে।

আজ প্রধানমন্ত্রী বলেন, পিএমও সর্বসাধারণের জন্য নিবেদিত। এই অফিস একা প্রধানমন্ত্রীর নয়। তিনি জানান, ২০৪৭ এর মধ্যে তিনি 'বিকশিত ভারত'- এর টার্গেট পূরণ করতে চান।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page