top of page
Writer's pictureThe Conveyor

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং




২৬ ডিসেম্বর, ২০২৪: প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করানো হয় দিল্লি এমসে। জানা যায়, তাঁকে সরাসরি দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। বেশ কিছু রিপোর্ট দাবি করে, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায়, আচমকা স্বাস্থ্যের অবনতি হয় তাঁর। রাত ৯টা ৫১মিনিটে মৃত‍্যু হয় মনমোহন সিংয়ের।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্বাস্থ্যের অবনতি হলে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে। যদিও মনমোহন সিংয়ের হঠাৎ হাসপাতালে ভর্তির নির্দিষ্ট কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি বলেই জানিয়েছে সূত্র।





মনমোহন সিং ১৯৯১-৯৬ সালে পিভি নরসিম্হা রাও-এর নেতৃত্বাধীন সরকারে দেশের অর্থমন্ত্রী হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। অতীতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকেছেন। চলতি বছরেই তাঁর রাজ্যসভার সাংসদ কালের মেয়াদ শেষ হয়েছে।

দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং। অক্সফোর্ড থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর, সিং ১৯৬৬-১৯৬৯ সালে জাতিসংঘের জন্য কাজ করেছিলেন। জাতীয় রাজনীতিতে তাঁর পদার্পণ রাজ্যসভার সদস্যপদের বড় ভূমিকা রয়েছে। তথ্য বলছে, ১৯৯১ সালে তিনি রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। ২০০৪ সালের ২২ মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের প্রত্যেক রাজনীতিবিদ তথা বিশিষ্ট জনেরা প্রয়াত প্রধানমন্ত্রীর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন। খবর পেয়েই কংগ্রেস সংসদ প্রিয়াঙ্কা গান্ধী দিল্লি এইমসে পৌঁছে যান। পরে তিনি প্রয়াত প্রধানমন্ত্রীর বাসভবনেও যান।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page