প্রয়াত 'হীরালাল' তথা ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায়
কলকাতা, ২ জানুয়ারি, ২০২৫: নতুন বছর পড়তে না পড়তেই টলিপাড়ায় ফের দুঃসংবাদ। প্রয়াত 'হীরালাল' তথা ‘বাঘা যতীন’ ছবির পরিচালক অরুণ রায়। বয়স হয়েছিল ৫৩ বছর। প্রায় দেড় বছর ক্যানসার রোগের সঙ্গে লড়াই করে হার মানলেন অরুণ। অল্প সময়ে একাধিক পিরিয়ড ছবি বানিয়ে তাক লাগিয়েছেন তিনি।
২০১১ সালে এগারো ছবিটির মাধ্যমে টলিউডে পরিচালক হিসেবে পা রাখেন অরুণ রায়। এরপর চোলাই, হীরালাল, ৮/১২ এর মতো একাধিক ছবি উপহার দিয়েছেন। ২০২৩ সালে মুক্তি পায় তাঁর বাঘা যতীন যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন দেব। বাঘা যতীন ছবিটির শ্যুটিংয়ের সময়ই তাঁর ক্যানসার ধরা পড়ে। লড়াই চালাচ্ছিলেন। পরিচালকের আর জি কর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন অভিনেতা কিঞ্জল নন্দ। অরুণ রায়ের হাত ধরেই তাঁর বিনোদন দুনিয়ায় পা রাখা। সপ্তাহখানেক আগে ফুসফুসে সংক্রমণের কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরিচালককে। বুধবার রাত থেকে তাঁকে বাইপ্যাপ দেওয়া হয়। এদিন সমস্ত লড়াই থামিয়ে পাড়ি দিলেন অন্য জগতে।
পরিচালকের মৃত্যুতে মনখারাপ শিল্পীদের। কেউ তাঁর সঙ্গে কাজ করে হয়ে উঠেছিলেন পরিবার। কারও আবার কোনওদিন কাজ করে ওঠা হয়নি। শেষ শ্রদ্ধা জানাতে পরিচালকের দেহ রাখা হয় টেকনিশিয়ান স্টুডিয়োতে। এদিন তাঁর প্রয়াণের খবর পেতেই শোকজ্ঞাপন করেছেন তাঁর ছবির বাঘা ওরফে দেব এবং রুক্মিণী মৈত্র। এছাড়াও এদিন অরুণ রায়ের শববাহী শকট করেই কেওড়াতলা মহাশ্মশানে আসেন দেব- রুক্মিণী। পরিচালককে শেষবার শ্রদ্ধা জানাতে উপস্থিত হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী ৷ উপস্থিত ছিলেন অভিনেতা-চিকিৎসক কিঞ্জল নন্দও ৷
Comments