top of page
Writer's pictureThe Conveyor

বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন আয়োজিত 'ডুয়ার্স কাপ'- এ প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিলেন গ্র্যান্ড মাস্টার অতনু লাহিড়ী




শিলিগুড়ি, ৩০ ডিসেম্বর, ২০২৪: বিশ্ব দাবায় ফের সেরা হলো ভারত। গুকেশের পর এবার ফিডে পরিচালিত বিশ্ব র‍্যাপিড দাবা প্রতিযোগিতায় (World Rapid Chess Championship) চ্যাম্পিয়ন হলেন কোনেরু হাম্পি (Koneru Humpy)। শেষ রাউন্ডের খেলায় তিনি হারান আইরিন সুকন্দরকে।


দাবার একের পর ভারতের সাফল্যের মধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে দাবাকে আরো বেশী জনপ্রিয় করতে সচেষ্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন। বেঙ্গল চেস অ্যাসোশিয়েশন ও ডুয়ার্স চেস একাডেমীর উদ্যোগে গত ২৮ ডিসেম্বর ২০২৪ আলিপুরদুয়ারে আয়োজিত হলো ডুয়ার্স কাপ।




এই দাবা প্রতিযোগিতায় আলিপুরদুয়ার, কুচবিহার ও ফালাকাটা থেকে ৫৫জন ছাত্র -ছাত্রী প্রতিযোগী অংশগ্রহণ করেন। কমনওয়েলথ বিজয়ী গ্র্যান্ড মাস্টার অতনু লাহিড়ীর উপস্থিতিতে ফালাকাটার টুর্নামেন্ট বিজয়ী অঞ্জন মজুমদার, দ্বিতীয় স্থান অধিকারী রমেশ পরমার এবং তৃতীয় স্থান অধিকারী রিতেশ কুন্ডু পুরস্কার গ্রহণ করেন। সংবাদ মাধ্যমের কাছে অতনু লাহিড়ী বলেন, জেলাগুলোকে চাঙ্গা করতে না পারলে দাবার উন্নতি সম্ভব নয়৷ রেটিং বাড়ানোর জন্য বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়া জরুরি৷ কিন্তু অনেক দাবাড়ুর পরিবারের সেই আর্থিক ক্ষমতা নেই৷ ফলে বহু দাবাড়ু এখানেই হারিয়ে যায়৷ এখান থেকে দাবাড়ুদের উদ্ধার করতে হলে কলকাতা ও শিলিগুড়িতে আন্তজার্তিক টুর্নামেন্ট চালু করতে হবে৷ পাশাপাশি এই বিদেশ সফরের জন্য একটি তহবিল গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি।

Kommentare

Mit 0 von 5 Sternen bewertet.
Noch keine Ratings

Rating hinzufügen

Top Stories

bottom of page