top of page

বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিল বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনকারী ছাত্ররা




১৮ জুলাই, ২০২৪: বাংলাদেশে এখন নজির বিহীন পরিস্থিতির উদ্ভব হয়েছে। কোটা বিরোধী আন্দোলনের আগুনে পুড়ছে গোটা বাংলাদেশ। অনির্দিষ্টকালের জন্য় বন্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৷ এবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন আন্দোলনকারীরা ৷ আজ বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারী ছাত্ররা ৷

উল্লেখ্য, বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল বাংলাদেশের স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান। একই সঙ্গে স্থগিত হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষা। কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত পরিস্থিতি ওপার বাংলায়। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত শিক্ষা দফতরের। তারপর বন্ধ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশে নানা জায়গায় এই আন্দোলনের কারণে মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে ৩ জন চট্টগ্রামের, ২ জন ঢাকা এবং এক জনের মৃত্যু রংপুরে হয়েছে। আহত হয়েছেন ২৫০জনের বেশি।

এদিকে সংরক্ষণ বিরোধী আন্দোলনে সন্ত্রাসবাদী শক্তির অনুপ্রবেশের অভিযোগ তুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের টিভি এবং রেডিওতে বুধবার ঘোষণা করেন, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংরক্ষণ বিরোধী আন্দোলনে ছ’জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। অপরদিকে আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্র-ছাত্রীদের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগের ছাত্র সংগঠনের সদস্যরাও হামলা চালিয়েছে ৷ নিহতের মধ্যে রয়েছেন ছাত্রনেতা আবু সইদ ৷ পুলিশের সামনে তাঁর দু’হাত মেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ যেভাবে সংস্কারের দাবি চাওয়া ছাত্রকে গুলি করে মেরেছে বাংলাদেশের পুলিশ, তার নিন্দা শুরু হয়েছে বিশ্বজুড়ে ৷

সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের যৌথমঞ্চ, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর অন্যতম সমন্বয়কারী আসিফ মাহমুদ বুধবার রাতে পুলিশি নিপীড়ন এবং শাসকদলের হামলার প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’-এর ডাক দিয়েছিলেন। কয়েক ঘণ্টার মধ্যেই তার প্রভাব নজরে এসেছে দেশ জুড়ে।

সোমবার রাতে সে দেশের প্রধান বিরোধী দল বিএনপির সদর দফতরে হানা দেয় ঢাকা পুলিশের একটি দল। নয়া পল্টন এলাকার ওই দফতর থেকে বোমা, পেট্রোল, লাঠি-সহ নানা দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয় বলে ঢাকা পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page