বেড়ে গেল টোল ট্যাক্স
- The Conveyor
- Apr 1
- 2 min read

কলকাতা, ১ এপ্রিল, ২০২৫: নতুন অর্থবর্ষের প্রথম দিন থেকেই বাড়তে চলেছে টোল ট্যাক্স। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আজ থেকে টোল ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। এর ফলে আগের থেকে অনেক বেশি টাকা খরচ হবে টোলে। আলাদা আলাদা জাতীয় সড়কে আলাদা আলাদা টোল ট্যাক্স আরোপ করা হয়েছে।
রাজ্যে প্রায় ৫২টি জাতীয় সড়ক টোল পয়েন্ট রয়েছে। আজ থেকে গাড়ি ও হালকা যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স ৫ শতাংশ এবং ভারী যানবাহনের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি পাবে। সারা দেশ জুড়ে প্রায় ৪-৫ শতাংশ কর বৃদ্ধি করতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI। ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের অধীনে ৮৫৫টি টোল প্লাজা রয়েছে। ২০০৮ সালের জাতীয় মহাসড়ক ফি-র নিয়ম মেনে খরচের তারতম্য ঘটে। এর মধ্যে প্রায় ৬৭৫টি টোল প্লাজার খরচ চালায় সরকার। বাকি ১৮০টি বেসরকারি কনসেশনারদের দ্বারা পরিচালিত হয়। নিয়মিত যাঁদের হাইওয়ে দিয়ে যাতায়াত করতে হয়, তাঁদের উপরে এই নতুন কর হার প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে গড়ে ৫৮ কিমি অন্তর টোল ট্যাক্স বুথ রয়েছে।এই টোল ট্যাক্স বৃদ্ধির ফলে জাতীয় সড়কগুলিতে যাতায়াতের খরচ অনেকটাই বাড়বে। ফলে বেসরকারি বাস চালানোর খরচ বেড়ে যাবে বলেই মত বাস মিনিবাস সমন্বয় সমিতির নেতা রাহুল চট্টোপাধ্যায়ের। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বেসরকারি পরিবহণ ব্যবসা কী ভাবে মার খাচ্ছে, তা আমরা বাস মালিকেরা প্রতি মুহূর্তে টের পাচ্ছি। এর মধ্যে যদি জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিজেদের টোল ট্যাক্স বৃদ্ধি জারি রাখে তা হলে আমাদের পক্ষে বাস পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়বে।’’ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন দূর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, তমলুক, ধুলাগড়ের একাধিক টোল বুথ দিয়ে প্রতিদিন একাধিক বাস যাতায়াত করে। সেই বাসের রিটার্ন থাকে। এই ভাবে যদি এক ধাক্কায় প্রতি বছর টাকা বাড়িয়ে দেয় তাহলে মুশকিল।
রাজ্য সরকারের কোনও স্তরে বাসের ভাড়া বাড়ানো হয়নি, তাই বেসরকারি বাসমালিকদের আয় বাড়েনি। নতুন করে বাড়তি টোল ট্যাক্স না নেওয়ার জন্য পরিবহণ দফতরকে আবেদন জানিয়েছিল একাধিক বাস সংগঠন। শুধু বেসরকারি বাস মালিক সংগঠন নয়। টোল ট্যাক্স নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকরাও।
অপরদিকে সংশোধিত টোল ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কারণে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, দিল্লি-জয়পুর হাইওয়ে-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ রুটে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, টোল প্লাজাগুলির রক্ষণাবেক্ষণ, মুদ্রাস্ফীতি-সহ একাধিক কারণে চলতি অর্থবর্ষে খরচের পরিমাণ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments