top of page

'মাতৃভূমি লোকাল' এবার পুরুষদেরও




কলকাতা, ১৯ এপ্রিল, ২০২৫: এ বার ‘মাতৃভূমি’ লোকালে উঠতে পারবেন পুরুষ যাত্রীরাও! ১২ কামরা ট্রেনের কয়েকটি কামরা সাধারণ কামরা (জেনারেল কোচ) করার ভাবনাচিন্তা শুরু করে দিল রেল। মাতৃভূমি লোকালে কেমন ভিড় হচ্ছে, তা নজর রেখেছিল শিয়ালদহ ডিভিশন। গত বেশ কয়েক সপ্তাহের নজরদারির পরে দেখা গিয়েছে, এই মহিলা স্পেশাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় হচ্ছে না। অর্থাৎ, একটি ট্রেনে যত সংখ্যক যাত্রী উঠতে পারেন, তত সংখ্যক যাত্রী হচ্ছে না। এটা দেখেই নয়া সিদ্ধান্ত নিয়েছে রেল।

উল্লেখ্য, ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ‘লেডিজ় স্পেশ্যাল’ বা মাতৃভূমি লোকাল চালু করেছিলেন। শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে নিত্যযাত্রী মহিলাদের সুবিধার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধাম্ত নেন মমতা। রেল কর্তৃপক্ষের মতে, মাতৃভূমির মতো ট্রেনে মহিলারা অনেক স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন। কিন্তু যাত্রী সংখ্যা ক্ৰমশঃ বাড়তে থাকায় নতুন করে ভাবনাচিন্তা করতে হচ্ছে রেলকে।

রেলের বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, রেল মনে করছে, যদি মাতৃভূমি লোকালের কিছু কোচ সাধারণ কোচে রূপান্তরিত করা যায়, যেখানে পুরুষ যাত্রীরাও উঠতে পারেন। তাহলেও মহিলাদের যাতায়াতে সমস্যা হবে না। শিয়ালদহ ডিভিশনে ৯০০টি পরিষেবা চলে, এখন সবকটি ৯টি কামরার ইএমইউ রেক ১২ কামরার ইএমইউ রেক করা হয়েছে। তবে কতগুলি কামরা সাধারণ যাত্রীদের জন্য সংরক্ষণ করা হবে, তা এখন নিশ্চিত করে জানানো হয়নি।

দিন কয়েক আগেই পূর্ব রেলের তরফে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির করা হবে। আগে একটি ট্রেনের দুই প্রান্তে একটি করে মহিলা কামরা ছিল। তবে নতুন নিয়মে সেই সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দুই প্রান্তের ভেন্ডারের সঙ্গে থাকা জেনারেল কামরাকে মহিলা কামরা করার সিদ্ধান্ত নিয়েছে রেল। লেডিস কোচের সংখ্য়া বৃদ্ধির ফলে বিক্ষোভ হচ্ছিল বিভিন্ন জায়গায়। তবে রেল জানিয়েছে লেডিস কোচ কমবে না। তার বদলে এই সিদ্ধান্তে নিশ্চয়ই খুশি হবেন সাধারণ যাত্রীরা। শিয়ালদহ বিভাগ যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা এবং আরামদায়ক যাত্রার কথা মাথায় রেখেই ‘মাতৃভূমি লোকাল’-এর কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছে।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page