মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতাও
- The Conveyor
- Mar 28
- 2 min read

কলকাতা ২৮ মার্চ,২০২৫: হঠাৎই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সুন্দরবন-সহ বিস্তীর্ণ এলাকা। শুক্রবার দুপুর বারোটা নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। সুন্দরবন এলাকায় ভূমিকম্পের কম্পনের তীব্রতা বেশি না হলেও নদীর জলস্তর বৃদ্ধি পায় থেকে থেকে। নদীর জলস্তর এভাবে বৃদ্ধি পাওয়ায় সুন্দরবন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে মায়ানমারে রিখটার স্কেল ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর একের পর এক ধ্বংসের ছবি সামনে আসছে৷ তছনছ হয়ে গিয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেরও কিছু অংশ। পরপর ৭টি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৭, ৭.০, ৫.০, ৪.৯, ৪.৪, ৪.৩, ৪.৩৷ একের পর এক ভূমিকম্পের ধাক্কায় আতঙ্কের মাত্রা কমছেই না৷ মায়ানমারের একাধিক ভূমিকম্পের ধাক্কায় ব্যাঙ্ককেও চরম আতঙ্ক৷ ব্যাঙ্ককে জারি এমার্জেন্সি অ্যালার্ট৷ মায়ানমারের সামরিক জুন্টা সরকার দেশের বিস্তীর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে। জুন্টার তরফে টেলিগ্রামে জানানো হয়েছে, মায়ানমারের ছ’টি রাজ্য এবং প্রদেশে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। গৃহযুদ্ধের কারণে জুন্টা অনেক এলাকায় পৌঁছোতে পারেনি। যে যে এলাকা বিদ্রোহীদের দখলে, সেখানে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কেমন, তা এখনও স্পষ্ট নয়। সেই এলাকাগুলিতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
মধ্য মায়ানমারের শহর মনিওয়ার ৫০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পরে উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে৷ ফলে মধ্য মায়ানমারেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি৷ ভূমিকম্পের জেরে থাইল্যান্ডে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিললেও ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় সেটির ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
একাধিক বাড়ি ভাঙার ঘটনার ভিডিও এমনভাবে সামনে আসছে যাতে মনে হচ্ছে সেগুলি ধুলো-বালি দিয়ে বানানো খেলনা বাড়ি৷ ব্যাংককে একাধিক মর্মান্তিক ভিডিও সামনে আসার পর যে ভিডিও আতঙ্ক ধরিয়ে দিচ্ছে তা হল একটি ট্রেন যা রেল লাইনে দাঁড়িয়েছিল তা থরথর করে কাঁপছে৷ কর্তৃপক্ষ সাময়িকভাবে পরিষেবা স্থগিত করেছে৷ ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে মায়ানমারের বিখ্যাত আভা সেতু ভেঙে গুড়িয়ে গিয়েছে৷ ভেঙে পড়েছে একাধিক বহুতল, ঘর, বাড়ি৷ রাস্তায় তৈরি হয়েছে বড় বড় ফাটল৷ বিপর্যয়ের সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ মায়ানমারে একটি মসজিদ ভেঙে অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
ব্যাংকক শহরও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই মারাত্মক ভূমিকম্পের কারণে কলকাতা এবং ইম্ফল সহ ভারতের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূব হয়েছে। সারা পৃথিবীর কাছে সাহায্যের আবেদন করল মায়ানমার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মায়ানমারে এবং তাইল্যান্ডের ভূমিকম্প পর উদ্বেগ প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘মায়ানমার এবং তাইল্যান্ডে সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করছি। ওখানকার পরিস্থিতি দেখে আমি উদ্বিগ্ন। ভারত সাধ্যমতো সমস্ত সাহায্য করতে প্রস্তুত। আমাদের কর্তৃপক্ষকে তৈরি থাকতে বলেছি। মায়ানমার এবং তাইল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি বিদেশ মন্ত্রককে।’’
Comments