মায়ানমারে সাত দিনের জাতীয় শোক পালন ঘোষণা করল জুন্টা সরকার
- The Conveyor
- Mar 31
- 2 min read

৩১ মার্চ, ২০২৫: মায়ানমারে সাত দিনের জন্য জাতীয় শোকপালনের ঘোষণা করেছে জুন্টা সরকার। ধ্বংসস্তূপ সরিয়ে মায়ানমারে উদ্ধারকাজ এখনও চলছে। সেই সঙ্গেই বৃদ্ধি পাচ্ছে ভূমিকম্পে মৃতের সংখ্যা। মায়ানমারে ভূমিকম্পে শুক্রবার থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২,০৫৬ জনের, জুন্টা সরকারকে উদ্ধৃত করে সোমবার এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। আহত হয়েছেন, ৩,৯০০ জন। এখনও নিখোঁজ প্রায় ৩০০ জন। ধ্বংসস্তূপে এখনও হয়তো চাপা পড়ে বহু মানুষ। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
ভূমিকম্পে ভেঙে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম অধ্যুষিত দেশের প্রায় ৬০টি মসজিদ। সোমবার সে রকম কয়েকটি ভাঙা মসজিদের সামনেই ইদের নমাজের জন্য জড়ো হন শয়ে শয়ে মানুষ। মায়ানমারে সাত দিনের জন্য জাতীয় শোকপালনের ঘোষণা করেছে জুন্টা সরকার। ৬ এপ্রিল পর্যন্ত সরকারি দফতর, সৌধে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
এখনও দিনরাত উদ্ধারকাজ চালাচ্ছেন পুলিশ, দমকল, প্রশাসনের কর্মীরা। তাঁদের ভোগাচ্ছে অস্বস্তিকর গরম। উদ্ধারকারীদের একাংশের আশঙ্কা, এই গরমের কারণে ধ্বংসস্তূপে আটকে থাকা দেহগুলিতেও পচন ধরবে। এর ফলে শনাক্তকরণের সমস্যা হতে পারে। ভূমিকম্পের কারণে ঘরছাড়া হাজার হাজার মানুষ। রাজধানী নেপিডোয়ে এখনও বহু মানুষ ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন। অনেকে আবার কোলের সন্তানকে নিয়ে রাস্তায় চাদর পেতে শুয়ে রয়েছেন। দুনিয়ার সব দেশ, স্বেচ্ছাসেবী সংগঠনকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছে। ভারত ইতিমধ্যে সাহায্য পাঠিয়েছে মায়ানমারে।
শুক্রবার মায়ানমারে যে ভূমিকম্প হয়েছিল, তার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। উৎসস্থল ছিল মায়ানমারের মান্দালয় শহরের কাছে। সেই থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটার শক) হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালয়। তবে সোমবার থেকে সেখানকার বেশ কিছু দোকান, হোটেল খুলে গিয়েছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে সেই শহর।
প্রতিবেশী তাইল্যান্ডেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। রাজধানী ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন ভেঙে পড়ে শুক্রবার। এখনও পর্যন্ত সেখানে ১৭ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪২ জনকে। এখনও অন্তত ৭৮ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। অতি দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ।
Commentaires