top of page

রাজ্যের ৩ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদল

Writer's picture: The ConveyorThe Conveyor

কলকাতা, ৯ মার্চ: রাজ্যের গুরুত্বপূর্ণ তিনটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদে বদল এল। রবীন্দ্রভারতী, বিদ্যাসাগর ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর জায়গায় নতুন উপাচার্য হচ্ছেন ওই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজী প্রতিম বসুর পরিবর্তে আসছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী। অপরদিকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হলেন কাজল দে। সোমা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তিনি আসছেন এই বিশ্ববিদ্যালয়ে।

বৃহস্পতিবার রবীন্দ্রভারতীর অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী কাছে নিয়োগের চিঠি এসে পৌঁচেছে। চিঠি পেয়ে তিনি সংবাদমাধ্যমের কাছে বলেন, 'আমি বহুদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের নামঙ্কিত এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাব।'






Opmerkingen

Beoordeeld met 0 uit 5 sterren.
Nog geen beoordelingen

Voeg een beoordeling toe

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page