শনিবার দুপুরে রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল ‘নিগ্রহকাণ্ডে’ গ্রেফতার বৈভব কুমার

১৮ মে, ২০২৪: শনিবার দুপুরে রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল ‘নিগ্রহকাণ্ডে’ গ্রেফতার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারকে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের এক শীর্ষকর্তা। শনিবার দুপুরে দিল্লি পুলিশের তরফে প্রথমে তাঁকে আটক করার কথা জানানো হয়। এর পর পুলিশ সূত্রে খবর মেলে, আম আদমি পার্টি (আপ)-র সাংসদ স্বাতীর দায়ের করা এফআইআরের প্রেক্ষিতে নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বৈভবকে।
উল্লেখ্য, গত ১৩ মে যখন কেজরিওয়ালের সঙ্গে দেখা তাঁর বাসভবনে গিয়েছিলেন, তখন তাঁকে শারীরিক হেনস্থা করেন বিভব। তাঁর বুকে-পেটে লাথি মেরেছেন বলে অভিযোগ করেছেন স্বাতী। দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, এমসে স্বাতীর মেডিক্যাল পরীক্ষার রিপোর্টও তাদের হাতে এসে গিয়েছে। তাতে আপ সাংসদের ডান গাল এবং বাঁ পায়ে আঘাতের চিহ্ন মিলেছে। জখম রয়েছে চোখের তলাতেও। দিল্লি পুলিশ এবং ফরেন্সিক দল শুক্রবার কেজরীর বাসভবনে স্বাতী ‘নিগ্রহকাণ্ডের’ তথ্যপ্রমাণ এবং নমুনা সংগ্রহে গিয়েছিলেন। বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেন স্বাতী। শুক্রবার ম্যাজিস্ট্রেটের সামনে ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারার অধীনে স্বাতী নিজের বয়ান নথিভুক্ত করেন। কার্যত তার পরেই স্বাতী ‘নিগ্রহকাণ্ড’ কার্যত নতুন মোড় নেয়।

এদিকে শনিবার দুপুরে স্বাতীকাণ্ডের নতুন ভিডিয়ো প্রকাশ করেছে আপ। প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী কেজরীর বাসভবন থেকে পুলিশি ঘেরাটোপে বেরিয়ে আসছেন স্বাতী। আপ প্রকাশিত কেজরীর বাসভবনের প্রথম ফুটেজে স্বাতীকে সোফায় বসে নিরাপত্তারক্ষীদের সঙ্গে উচ্চৈঃস্বরে বাক্যবিনিময় করতে শোনা গিয়েছে। তার পর স্বাতীর তরফে ‘সিসিটিভি জালিয়াতির’ অভিযোগ তুলে পোস্ট করা হয়। আপ দাবি করেছে, পুরোটাই একটা সুপরিকল্পিত চক্রান্ত। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার ঘটনায় পুরোপুরি নড়ে গিয়েছে বিজেপি। সেজন্য স্বাতীকে ঘুঁটি সাজিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ তুলেছে আপ। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে আপ দাবি করেছে যে কোনওরকম হেনস্থা করা হয়নি স্বাতীকে। অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে বিজেপি।
Comments