top of page

স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, আগামীকাল প্রথম মামলা হিসেবেই শুনানি হবে




৫ নভেম্বর, ২০২৪: আজ স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি। বিশেষ কারণে সেই শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতি। তবে নির্দেশনামায় প্রধান বিচারতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে। শুনানির তালিকায় প্রথম মামলা হিসাবে রাখা হয়েছে।

সম্ভবত বুধবারই শেষবার আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলা শুনবেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামী ১০ নভেম্বর অবসরগ্রহণ করবেন ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড়। আগামীকাল সকাল ১০ টা ৩০ মিনিট থেকে শুনানি শুরু হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবারের শুনানিতে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআইয়ের। একই সঙ্গে সিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্য সরকারের হলফনামা দেওয়ার কথা ছিল। সিভিক ভলান্টিয়ারের নিয়োগ, তাঁদের বেতন ইত্যাদি সম্পর্কিত ছ’টি প্রশ্নের উত্তর তলব করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। সেই প্রশ্নগুলির জবাব মঙ্গলবার হলফনামা আকারে জমা দেওয়ার কথা ছিল রাজ্যের। উল্লেখ্য, গত শুনানিতে হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে নিরাপত্তার দায়িত্ব সামলানোর বিষয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। পাশাপাশি, হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রাজ্য কী কী কাজ করেছে তা-ও মঙ্গলবার আদালতে জানানোর কথা ছিল রাজ্য সরকারের।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page