সাংসদ পদ ফিরে পেলেন রাহুল, লোকসভার সচিবালয়ের থেকে বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে জানানো হয়েছে
দিল্লি, ৭ অগাস্ট: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি৷ 'মোদী' পদবি মামলায় গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে স্বস্তি মিলেছিল। সুপ্রিম কোর্ট রাহুল গান্ধি ২ বছরের কারাদণ্ডের শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করার পরই তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল৷ লোকসভার সচিবালয়ের থেকে বিজ্ঞপ্তি জারি করে সোমবার এ কথা জানানো হয়েছে৷ রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পেতেই উৎসব শুরু হয়ে গিয়েছে দিল্লির কংগ্রেস সদর দফতরে৷
উল্লেখ্য, এর আগে এই মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল গুজরাটের নিম্ন আদালত। নিম্ন আদালতের শাস্তির ফলে রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷
শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছিল, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, সেটার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। এই আবহে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলে, কোন কারণে তিনি সর্বোচ্চ শাস্তি দিচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে ট্রায়াল কোর্টের বিচারক কোনও নির্দিষ্ট কারণ দেননি। বিষয়ে উল্লেখনীয়। ২০১৯ সালের ১৩ এপ্রিল কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী প্রচারে রাহুল বলেছিলেন, 'কীভাবে সব চোরেদের পদবি মোদী হতে পারে?' যদিও বরাবর রাহুল দাবি করে এসেছেন, কোনও সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে সেই মন্তব্য করেননি তিনি। তবে শীর্ষ আদালত এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে রাহুলকে।
Σχόλια